হোম > জাতীয়

১৩ বছরে বিনামূল্যে আইনি সেবা পেয়েছেন ৭ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার বিনামূল্যে গত ১৩ বছরে ৭ লাখ ৩৬ হাজার ২৪৯ জনকে আইনি সেবা দিয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বিচারপ্রার্থীদের আদায় করে দেওয়া হয়েছে ৮৮ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ১৫৩ টাকা। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে এই সেবা দেওয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা দিবস সামনে রেখে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সাল থেকে গত মার্চ পর্যন্ত ২ লাখ ৯৯ হাজার ৮১০ জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। ৩ লাখ ১৮ হাজার ৭৩২ জনকে মামলায় আইনগত সহায়তা প্রদান এবং ৫৬ হাজার ৮৭৪টি মামলা বিকল্প বিরোধ পদ্ধতিতে নিষ্পত্তি করা হয়েছে। 

এই বছরে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’। এদিকে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২’ উদ্‌যাপন উপলক্ষে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি এবং সারা দেশের জেলা পর্যায়ে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, সংসদ ভবনে জানাজার প্রস্তুতি

হাদির জানাজায় অংশ নিতে সংসদ এলাকায় জনস্রোত

সোশ্যাল মিডিয়ায় সহিংসতার উসকানিমূলক পোস্টে রিপোর্ট করা যাবে হোয়াটসঅ্যাপ ও ই-মেইলে

হাদিকে হত্যা ও পরবর্তী সহিংসতার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টির

শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান স্থগিত

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীর মর্গে হাদির মরদেহ

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক