হোম > জাতীয়

উগ্রবাদের অনুপ্রবেশ ঠেকাতে সাংসদের পরামর্শে মডেল মসজিদে ইমাম নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শে মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য জনবল নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মডেল মসজিদ যাতে ‘ধর্মীয় উগ্রবাদের’ কেন্দ্র হয়ে না ওঠে সে জন্য ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। 

কমিটির সভাপতি হাফেজ রুহুল আমীন মাদানির সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া ও রত্না আহমেদ অংশ নেন। 

বৈঠকের ব্যাপারে কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি আজকের পত্রিকাকে বলেন, এখানে স্বাধীনতার সপক্ষে যারা আছেন, তাঁদেরই নিয়োগ দেওয়া হবে। যাতে এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শে এটা হয়। এ সিদ্ধান্ত আমরা মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছি। কারণ জনপ্রতিনিধিরা সবাইকে ভালোভাবে চিনেন। 

বৈঠকে প্রতিটি জেলা, উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি, যেসব মসজিদের কাজ এখনো শুরু হয়নি দ্রুত সেসব মসজিদের কাজ শুরু করার সুপারিশ করা হয়। 

কমিটি মডেল মসজিদ নির্মাণের অগ্রগতি সম্পর্কে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করতে সুপারিশ করা হয়। 

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব