হোম > জাতীয়

আজ থেকে প্রতিদিনই ফেরা যাবে ভারত থেকে, লাগবে না এনওসি

শার্শা (যশোর) প্রতিনিধি

করোনা সংক্রমণ কমে আসায় ভারতে ভ্রমণের শর্ত শিথিল করেছে সরকার। আজ রোববার থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে সপ্তাহে সাত দিনই ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যাতায়াত শুরু হয়েছে। ভ্রমণকারীদের লাগবে না কোনো অনাপত্তি পত্র (এনওসি)। শুধু করোনার নেগেটিভ সনদ থাকলেই যাওয়া যাবে ভারতে।

আজ রোববার এনওসি ছাড়া ভারত থেকে দেশে ফিরেছেন ৩০৯ জন বাংলাদেশি। এ ছাড়া বেনাপোল স্থলবন্দর দিয়ে মেডিকেল, স্টুডেন্ট ও বিজনেস ভিসায় ভারতে যান ৪৫৩ জন।

এর আগে সপ্তাহে তিন দিন- রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফেরা যেত ভারত থেকে। ফেরার সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস থেকে এনওসি সংগ্রহ করতে হতো। সপ্তাহে দুই দিন- শনি ও রোববার দূতাবাস বন্ধ থাকায় এনওসি নিতে না পেরে আটকা পড়তে হতো বাংলাদেশিদের। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব জানান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত নতুন এই নির্দেশনার চিঠি আজ তিনি হাতে পেয়েছেন। এরই মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। ইমিগ্রেশনে প্রবেশের আগে ৭২ ঘণ্টার মধ্যে আরটি পিসিআরের করোনা নেগেটিভ সনদ থাকলে ভারতে যাওয়া ও আসা যাচ্ছে। বর্তমানে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় যাত্রীরা যাতায়াত করছেন। টুরিস্ট ভিসা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। শর্ত শিথিলে যাত্রী যাতায়াত বেড়েছে বলেও জানান ওসি।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন, আজ যারা ভারত থেকে ফিরেছেন সবাই করোনা নেগেটিভ ছিলেন। তাঁদের নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বেড়ে গেলে গত ২৩ এপ্রিল থেকে সরকার ট্যুরিস্ট ভিসায় নিষেধাজ্ঞা দিয়ে শর্তসাপেক্ষে ভ্রমণের সুযোগ দেয়। তখনও ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ছিল। এখন ভারত ও বাংলাদেশ দুই দেশে করোনা সংক্রমণ কমে আসায় শর্ত শিথিল করলো।

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ