হোম > জাতীয়

ঢাকা–গাজীপুর–নারায়ণগঞ্জ–নরসিংদীতে কারফিউ থাকবে, অন্যান্য জেলায় সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত ঢাকা ও এর আশপাশে কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে কারফিউ শিথিলের সময় কিছুটা বাড়ানো হয়েছে।

আজ শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান মন্ত্রী। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলমান থাকবে। আগামীকাল রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব শহরে কারফিউ শিথিল থাকবে। কারফিউ শিথিলের সময় সকাল ৭টা থেকে ৬টা করা হলো, আর রাত ৮টা থেকে ৯টা করা হলো। এই সময় শিথিল থাকবে।

অন্যান্য জেলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য জেলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে স্ব স্ব জেলায় কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন আর শিক্ষার্থীদের আন্দোলনে সীমাবদ্ধ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘জামায়াতে ইসলাম ও বিএনপি সব সময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সব সময় খোলা আছে।’

মন্ত্রী বলেন, ‘আমি স্পষ্ট করে বলে দিই, আমাদের শোকের মাস চলছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস। মাসটিকে শোকের মাস হিসেবে পালন করি। বঙ্গবন্ধু শাহাদত বরণ করার পর থেকে এটা চলছে।’

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর