হোম > জাতীয়

জোর করে হাটে গরু নামাচ্ছেন ইজারাদারেরা, ৯৯৯-এ ১১১টি কল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পশুর হাট ও ব্যাপারীদের কাছ থেকে গত ছয় দিনে ২৮২টি ফোন এসেছে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ। এর মধ্যে ১১১টি ফোনই ছিল ব্যাপারীদের পছন্দের হাটে যেতে বাধা দেওয়ার অভিযোগের। ৯৯৯-এ ব্যাপারীরা অভিযোগ করেন ইজারাদারেরা তাঁদের নিজ নিজ হাটে ট্রাক থেকে গরু নামাতে বাধ্য করেছেন। পরবর্তীতে পুলিশ গিয়ে ব্যাপারীদের সহযোগিতা করেছে। 

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, প্রতিবছরের মতো এবারও নাগরিকদের জরুরি সেবা দেওয়া হয়েছে। ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত সারা দেশ থেকে পশুর হাট ও পশুসংক্রান্ত ২৮২টি কল এসেছে। এর মধ্যে রয়েছে জোরপূর্বক পশুর গাড়ি হাটে নিয়ে যাওয়ার ১১১টি কল, হাটে চাঁদাবাজি ৬৬টি, সড়কে চাঁদাবাজি ২৬টি, অজ্ঞান পার্টির ১১টি, নৌপথে পশুর যানে চাঁদাবাজির ৮টি, জাল টাকার ৪টি এবং অন্যান্য ইস্যুতে আরও ৫৬টি কল এসেছে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ। 

আনোয়ার সাত্তার বলেন, প্রতিটি ঘটনা পুলিশ ব্যবসায়ী ও পশুর মালিকের চাহিদা অনুযায়ী সমাধান করে দেওয়া হয়েছে। সবগুলো ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

 

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন