হোম > জাতীয়

অতিরিক্ত ভাড়া আদায় করায় ২৩টি বাসকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে জ্বালানি তেলের দাম বাড়ার পরে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্নস্থানে ২৩ বাসকে জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই সকল বাস থেকে নগদ এক লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

আজ বুধবার সন্ধ্যায় জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) সারওয়ার আলম। 

সারওয়ার আলম জানান, আজ ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১২টি স্পটে বিআরটিএর ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে এই সকল ভ্রাম্যমাণ আদালত ২৩টি বাসকে জরিমানা করেছে। তাদের কাছ থেকে এক লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

অভিযানের সময়ে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮২টি ডিজেল চালিত বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করেন। ২৩টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায়। এছাড়া একই অপরাধের পুর্নাবৃত্তির কারণে নয়টি বাসকে ডাম্পিং করা হয়েছে। 

অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাজ বিআরটিএ-র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মোঃ সরওয়ার আলম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় তদারকি করেন। অভিযানের সময়ে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।    

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির