হোম > জাতীয়

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

রাওয়ালপিন্ডিতে বৈঠকে লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আলী। ছবি: রেডিও পাকিস্তান

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দুই পক্ষই চলমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান গত মঙ্গলবার পাকিস্তান সফর করেন। বাংলাদেশের কোনো জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ক্ষেত্রে এটি একটি বিরল ঘটনা। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের কোনো সামরিক কর্মকর্তা পাকিস্তান সফর করেননি।

সফরকালে এস. এম. কামরুল হাসান রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দপ্তর (জিএইচকিউ) পরিদর্শন করেন এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং চেয়ারম্যান জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি জেনারেল শাহির শামশাদ মির্জার সঙ্গে সাক্ষাৎ করেন।

বিগত ১৫ বছরে দুই দেশের সম্পর্ক কিছুটা শীতল ছিল। তবে, আগস্টে শেখ হাসিনার পতনের পর উভয় দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সামরিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়। উভয় পক্ষই একটি টেকসই প্রতিরক্ষা অংশীদারত্ব এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যৌথ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে।

পাকিস্তানের প্রতিরক্ষা সচিব মুহাম্মদ আলী বলেন, ‘পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে গুরুত্বপূর্ণ মনে করে।’

জেনারেল কামরুল হাসান পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদারি এবং সন্ত্রাসবিরোধী সংগ্রামে তাদের আত্মত্যাগের প্রশংসা করেন।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন