হোম > জাতীয়

সচিবালয়ের আগে আগুন লাগে সচিব নিবাসে

আজকের পত্রিকা ডেস্ক­

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে বুধবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। একই রাতে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাজধানীর ইস্কাটন এলাকার সচিব নিবাসে।

আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বুধবার রাত ৮টা ২০ মিনিটে সচিব নিবাসের ২০ তলা ভবনের চারতলার একটি বাসার রান্নাঘরে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

এরপর রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিস ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা শুরু করে রাত ১টা ৫৪ মিনিটে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। দীর্ঘ ছয় ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে সচিবালয়ের ৭ নম্বর ভবনে বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনার কারণ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা