হোম > জাতীয়

অনুমতি না নিয়ে জমি কিনে শাস্তি পেলেন সরকারি কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সরকারের অনুমতি না নিয়ে জমি কিনে শাস্তি পেয়েছেন নওগাঁ জেলার আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন। আগামী দুই বছরের জন্য তাঁর বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে।

কামাল হোসেনকে শাস্তি দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার থাকাকালে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়েছিল। খুলনায় থাকার সময় কামাল হোসেনের বিরুদ্ধে তাঁর বীর মুক্তিযোদ্ধা চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি গ্রহণ ও চাকরিতে যোগদানকালে ওই মিথ্যা পরিচয় ব্যবহার করা, জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি অর্জন এবং সরকারের পূর্বানুমোদন ছাড়া জমি কেনার অভিযোগ ওঠে। এরপর এসব অভিযোগ তদন্তে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিজের মুক্তিযোদ্ধা চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি প্রাপ্তি ও চাকরিতে যোগদানের সময় ওই মিথ্যা পরিচয় ব্যবহারের অভিযোগ এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি অর্জনের মাধ্যমে দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়নি। কিন্তু কামাল হোসেন নিজের জেলা কুষ্টিয়ায় জমি কেনার ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন না নিয়ে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘনের মাধ্যমে অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। এ জন্য তাঁর দুই বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার লঘুদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে তিনি ওই মেয়াদের কোনো বকেয়া পাবেন না এবং ওই মেয়াদ বেতন বৃদ্ধির জন্য গণনা করা যাবে না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও খবর পড়ুন:

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর