হোম > জাতীয়

অনুমতি না নিয়ে জমি কিনে শাস্তি পেলেন সরকারি কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সরকারের অনুমতি না নিয়ে জমি কিনে শাস্তি পেয়েছেন নওগাঁ জেলার আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন। আগামী দুই বছরের জন্য তাঁর বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে।

কামাল হোসেনকে শাস্তি দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার থাকাকালে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়েছিল। খুলনায় থাকার সময় কামাল হোসেনের বিরুদ্ধে তাঁর বীর মুক্তিযোদ্ধা চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি গ্রহণ ও চাকরিতে যোগদানকালে ওই মিথ্যা পরিচয় ব্যবহার করা, জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি অর্জন এবং সরকারের পূর্বানুমোদন ছাড়া জমি কেনার অভিযোগ ওঠে। এরপর এসব অভিযোগ তদন্তে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিজের মুক্তিযোদ্ধা চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি প্রাপ্তি ও চাকরিতে যোগদানের সময় ওই মিথ্যা পরিচয় ব্যবহারের অভিযোগ এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি অর্জনের মাধ্যমে দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়নি। কিন্তু কামাল হোসেন নিজের জেলা কুষ্টিয়ায় জমি কেনার ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন না নিয়ে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘনের মাধ্যমে অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। এ জন্য তাঁর দুই বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার লঘুদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে তিনি ওই মেয়াদের কোনো বকেয়া পাবেন না এবং ওই মেয়াদ বেতন বৃদ্ধির জন্য গণনা করা যাবে না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও খবর পড়ুন:

বরিশালের বলেশ্বর নদে সবচেয়ে বেশি লাশ গুম হয়—চূড়ান্ত প্রতিবেদনে কমিশন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব

সচিব হলেন ৩ কর্মকর্তা

শরীয়তপুরে খোকন দাস হত্যায় ৩ অভিযুক্ত গ্রেপ্তার

সাবেক এমপি জুয়েল ও পরিবারের সদস্যদের ১২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৫ বছরে বিচার বিভাগে রাজনৈতিক দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠা করা হয়েছিল: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল

ট্রাভেল এজেন্সি নিবন্ধন অধ্যাদেশ বাতিলের দাবি ব্যবসায়ীদের

ঘন কুয়াশায় ঢাকার ৮ ফ্লাইট নামল সিলেট-কলকাতা-হ্যানয়ে

২০২৫ সালে সড়কে নিহত ৯ হাজার ১১১