হোম > জাতীয়

অনুমতি না নিয়ে জমি কিনে শাস্তি পেলেন সরকারি কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সরকারের অনুমতি না নিয়ে জমি কিনে শাস্তি পেয়েছেন নওগাঁ জেলার আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন। আগামী দুই বছরের জন্য তাঁর বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে।

কামাল হোসেনকে শাস্তি দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার থাকাকালে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়েছিল। খুলনায় থাকার সময় কামাল হোসেনের বিরুদ্ধে তাঁর বীর মুক্তিযোদ্ধা চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি গ্রহণ ও চাকরিতে যোগদানকালে ওই মিথ্যা পরিচয় ব্যবহার করা, জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি অর্জন এবং সরকারের পূর্বানুমোদন ছাড়া জমি কেনার অভিযোগ ওঠে। এরপর এসব অভিযোগ তদন্তে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিজের মুক্তিযোদ্ধা চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি প্রাপ্তি ও চাকরিতে যোগদানের সময় ওই মিথ্যা পরিচয় ব্যবহারের অভিযোগ এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি অর্জনের মাধ্যমে দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়নি। কিন্তু কামাল হোসেন নিজের জেলা কুষ্টিয়ায় জমি কেনার ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন না নিয়ে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘনের মাধ্যমে অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। এ জন্য তাঁর দুই বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার লঘুদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে তিনি ওই মেয়াদের কোনো বকেয়া পাবেন না এবং ওই মেয়াদ বেতন বৃদ্ধির জন্য গণনা করা যাবে না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও খবর পড়ুন:

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

সাবেক এমপি ফাহমী গোলন্দাজের ১৬ একর জমি ও দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

রামগড় স্থলবন্দর প্রকল্পে পাহাড় কাটার অভিযোগ, তদন্তের নির্দেশ

১০৪টি দেশের ৭ লাখ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জানুয়ারি

ইসিতে সমন্বয় সেল চালু, ফোনেও জানানো যাবে অভিযোগ

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, পাতানো নির্বাচন হবে না: সিইসি

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হয়ে বিমানের যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ না করে তদন্তের মুখে পাইলট