হোম > জাতীয়

উচ্চ আদালতের বিচারক: জেলা আদালত থেকে ৭০ শতাংশ চান বিচারকেরা

আজকের পত্রিকা ডেস্ক­

উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে জেলা আদালত থেকে কমপক্ষে ৭০ শতাংশ নিয়োগের জন্য সুস্পষ্ট বিধান প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে বিচারক নিয়োগে বয়স ও অভিজ্ঞতার ক্ষেত্রে উপযুক্ত নীতিমালা প্রণয়নেরও দাবি জানানো হয়।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই দাবি জানান জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম।

বিবৃতিতে বলা হয়, জেলা আদালতের বিচারকদের প্রধান কাজ ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হলেও তাঁরাই যদি নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্যের শিকার হন, তবে তা বিচার বিভাগের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কমিশনে আইনজীবী সমিতির সভাপতি ও আইনজীবী সদস্য রাখার বিষয়ে বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে।

আইনজীবী সমিতির সভাপতি ও আইনজীবী সদস্য রাখার সুপারিশের বিষয়ে বিবৃতিতে বলা হয়, বিচারক নিয়োগ কমিশনে সুপ্রিম কোর্ট বারের সভাপতি, আইনজীবী কিংবা কোনো পেশাজীবী সংগঠনের নেতাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু স্বার্থের সংঘাতই সৃষ্টি করবে না, বরং নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকি বাড়াবে। এতে নিরপেক্ষ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু