হোম > জাতীয়

উচ্চ আদালতের বিচারক: জেলা আদালত থেকে ৭০ শতাংশ চান বিচারকেরা

আজকের পত্রিকা ডেস্ক­

উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে জেলা আদালত থেকে কমপক্ষে ৭০ শতাংশ নিয়োগের জন্য সুস্পষ্ট বিধান প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে বিচারক নিয়োগে বয়স ও অভিজ্ঞতার ক্ষেত্রে উপযুক্ত নীতিমালা প্রণয়নেরও দাবি জানানো হয়।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই দাবি জানান জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম।

বিবৃতিতে বলা হয়, জেলা আদালতের বিচারকদের প্রধান কাজ ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হলেও তাঁরাই যদি নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্যের শিকার হন, তবে তা বিচার বিভাগের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কমিশনে আইনজীবী সমিতির সভাপতি ও আইনজীবী সদস্য রাখার বিষয়ে বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে।

আইনজীবী সমিতির সভাপতি ও আইনজীবী সদস্য রাখার সুপারিশের বিষয়ে বিবৃতিতে বলা হয়, বিচারক নিয়োগ কমিশনে সুপ্রিম কোর্ট বারের সভাপতি, আইনজীবী কিংবা কোনো পেশাজীবী সংগঠনের নেতাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু স্বার্থের সংঘাতই সৃষ্টি করবে না, বরং নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকি বাড়াবে। এতে নিরপেক্ষ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর