হোম > জাতীয়

সুইস রাষ্ট্রদূত মিথ্যা বলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সুইস ব্যাংকে অর্থ পাচারকারীদের কারও সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশ সরকার চায়নি বলে ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড যে মন্তব্য করেছেন, তা মিথ্যা’ বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

রাষ্ট্রদূতের বক্তব্য প্রসঙ্গে আজ বৃহস্পতিবার সাংবাদিকেরা জানতে চাইলে, পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা মিথ্যা কথা বলেছেন।’

মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থসচিব বৃহস্পতিবার তাঁকে [মন্ত্রী] জানিয়েছেন যে তাঁরা তথ্য চেয়েছেন। আজ আমি জিজ্ঞেস করেছি বাংলাদেশ ব্যাংক গভর্নরকে, নতুন অর্থসচিবও ছিলেন। আর উনিও [গভর্নর] আগে অর্থসচিব ছিলেন। উনি বলেছেন, আমরা আগে চেয়েছি। তাঁরা কোনো উত্তর দেয়নি। আমি বলেছি, তাহলে এটা মানুষকে জানিয়ে দিতে। এভাবে মিথ্যা কথা বলে পার পাওয়া ঠিক হচ্ছে না।’

বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় বিবৃতি দিলে, তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সুইস কর্তৃপক্ষের কাছে তুলবে বলে মন্ত্রী জানান।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, সুইস ব্যাংকে অর্থ পাচারকারীদের কারও সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশ সরকার চায়নি।

নাথালি শুয়ার্ড বলেন, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বা এসএনবির ২০২২ সালের জুন মাসে প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গত বছর বাংলাদেশিরা প্রায় ৩ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে জমা করেছেন।

তিনি বলেন, ‘সুইস ব্যাংকে রাখা অর্থের বিষয়ে তথ্য পেতে কী করতে হবে, সে বিষয়ে আমরা বাংলাদেশ সরকারকে জানিয়েছি। কিন্তু নির্দিষ্ট কোনো তথ্যের জন্য আমাদের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়নি।’

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা থাকা নিয়ে যেসব তথ্য পরিবেশন করা হয়, তা নিতান্তই অনুমাননির্ভর বলে তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, সুইস ব্যাংকে সরকারি ও বেসরকারি বিভিন্ন ধরনের উৎস থেকে অর্থ জমা হয়। কাজেই কোনো একক ব্যক্তির জমা অর্থের আনুমানিক পরিমাণ থেকে এটা বোঝা সম্ভব নয়, ওই অর্থ জমার প্রেক্ষাপট কী।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক