হোম > জাতীয়

মনোনয়ন দাখিল করেছেন ২৭৪১ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এই তথ্য জানান। 

ইসি সচিব জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ২ হাজার ৭৪১ জনের মনোনয়নপত্র দাখিলের তথ্য পেয়েছি। ৩০ নিবন্ধিত দল এবার নির্বাচনে অংশগ্রহণ করছে। 

সূত্র জানায়, এবার মাত্র ২১টি মনোনয়ন অনলাইনে দাখিল করা হয়েছে। প্রার্থীদের এই সুযোগ করে দিতে প্রায় ২১ কোটি টাকা খরচ করেছে ইসি। 

ইসির দেওয়া তথ্য অনুযায়ী যেসব দল প্রার্থী দিয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের সাম্যবাদী দল (এম, এল), কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল পিপলস পার্টি, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলীগ লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল–বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন–বিএনএম, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) প্রভৃতি। 

যেসব দল প্রার্থী দেয়নি
বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি–এলডিপি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল–এনডিএম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ প্রভৃতি। 

জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩ হাজার ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ ছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে ১ হাজার ১০৭, ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদে ২ হাজার ৪৬০, ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ২ হাজার ৫৬৩, ১৯৯৬ সালে অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ৩ হাজার ৯৩ এবং ১৯৯১ সালে অনুষ্ঠিত ষষ্ঠ সংসদ নির্বাচনে ৩ হাজার ৮৫৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির