হোম > জাতীয়

গ্রাম পর্যায়ে বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু শনিবার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের টিকা নিশ্চিতে শনিবার (৬ নভেম্বর) শুরু হচ্ছে কমিউনিটি ক্লিনিকে বিশেষ ক্যাম্পেইন। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে ন্যূনতম ১৮ বছরের যেকোনো ব্যক্তিই টিকা নিতে পারবেন। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই বিশেষ ক্যাম্পেইন চলবে।

আজ শুক্রবার (৫ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এর আগে দুই দফায় গণ টিকার বিশেষ ক্যাম্পেইন করা হয়েছে। এসব ক্যাম্পেইন শহর থেকে গ্রাম পর্যন্ত করা হয়েছে। কিন্তু এবারের ক্যাম্পেইনে একেবারে ওয়ার্ড পর্যায়ে হবে। ৬ থেকে ১২ নভেম্বরের মধ্যে যেকোনো একদিন ৫০০ জনকে টিকা দেওয়া হবে। সবাইকে নিবন্ধনের মাধ্যমে এই টিকা নিতে হবে। এবার শুধুমাত্র সিনোফার্মের টিকা দেওয়া হবে।

শামসুল হক বলেন, এরই মধ্যে বিষয়টি নিয়ে দেশের সব সিভিল সার্জনের সঙ্গে আলোচনা হয়েছে। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। টিকা ও সিরিঞ্জ পাঠিয়ে দেওয়া হয়েছে। দেশে ১৩ হাজারের মত কমিউনিটি ক্লিনিক আছে। সেখানেও আইটির দক্ষ লোকবল আছে। তাঁরা এটি ঠিকঠাক করতে পারবে। ক্যাম্পেইনে প্রথম ডোজ দেওয়া হবে।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন