হোম > জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিসৌধে নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান দায়িত্বভার গ্রহণের পর আজ সোমবার টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। আন্ত: বাহিনী জনসংযোগ পরিদপ্তর–আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

বিমানবাহিনী প্রধান টুঙ্গিপাড়ায় পৌঁছালে বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. কামরুল ইসলাম তাঁকে স্বাগত জানান। সেখানে বিমানবাহিনী প্রধানকে একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর বিমানবাহিনী প্রধান বঙ্গবন্ধুর সমাধি বেদির সামনে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগ ফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সেখানে তিনি পরিদর্শন বই এ স্বাক্ষর করেন।

উল্লেখ্য গত ১২ জুন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন