হোম > জাতীয়

কেন্দ্রীয়ভাবে সরকারি ক্রোড়পত্র প্রকাশে ফের তথ্য মন্ত্রণালয়ের তাগিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে সরকারি ক্রোড়পত্র প্রকাশ করতে সরকারি দপ্তরগুলোকে ফের তাগিদ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক, প্রধান তথ্য কর্মকর্তা এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকে চিঠি দিয়ে এই তাগাদা দিয়েছে। 

সেখানে বলা হয়েছে, সরকারি ক্রোড়পত্র তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে প্রকাশ করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত রয়েছে। কিন্তু লক্ষ করা যাচ্ছে যে, কিছু মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা তা প্রতিপালন না করে নিজস্ব পদ্ধতিতে ক্রোড়পত্র বিভিন্ন পত্রিকায় প্রকাশ করছে। এটি অ্যালোকেশন অব বিজনেস এবং সরকারি নির্দেশনার পরিপন্থি। 

তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ক্রোড়পত্র প্রকাশ করতে ২০২০ সালের ১৫ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপন যুক্ত করে ২০২০ সালের ৮ নভেম্বর ও ২৮ ডিসেম্বর চিঠি দিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কেন্দ্রীয়ভাবে ক্রোড়পত্র বিলির অনুরোধ জানায়। এর পরেও সরকারি দপ্তরগুলো যার যার মতো করে ক্রোড়পত্র বিলি করায় পুনরায় এ বিষয়ে তাগাদা দেওয়া হলো। 

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব