হোম > জাতীয়

আমিরাতে ভিসা বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে কিছু বাংলাদেশি নাগরিক বিক্ষোভ করেছে। এতে আমিরাতের আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কিছু বাংলাদেশিকে সাজা দিয়েছে দেশটি। বাংলাদেশ সরকারের অবস্থান তাদের পক্ষে নয় বলে স্পষ্ট করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

আজ বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘সে দেশের (আরব আমিরাত) আইন অনুযায়ী বিচার হয়েছে। সেই রাষ্ট্র তাদের নিয়মে চলবে। সেখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। তবে আমি বলব, সেই দেশে বসবাস করে, সে দেশের আইন ভঙ্গ করেছে বলে তাদের শাস্তি হয়েছে, তাদের পক্ষে আমরা না। এটা কি বাংলাদেশ পাইছে? তাদের দেশ, তাদের আইন অনুযায়ী চলবে।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘কতজনকে শাস্তি দেওয়া হয়েছে, এ বিষয়ে আমরা এখনো সঠিক তথ্য পাইনি। এ বিষয়ে আমি আজকে আবুধাবির রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেছি, তিনি বলেছেন, সঠিক তথ্য পেলে আমাদের জানাবে।’ 

বাংলাদেশি কর্মীদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘ভিসা বন্ধের বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ডকুমেন্ট আসেনি। কোনো লিখিত অর্ডার আসেনি। আমরা আবুধাবির বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলাপ করেছি, তারা জানেন না। বাংলাদেশে আবুধাবির যে রাষ্ট্রদূত তাঁর সঙ্গে আলাপ করেছি, উনিও এখনো কিছু জানেন না। আসলে এখনো বন্ধ হয়নি। এখনো আমরা জানি না। সঠিক তথ্য আসলে আমরা আপনাদের (সাংবাদিকদের) জানাব।’

যারা বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করছে তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘জামায়াত-বিএনপির কিছু সমর্থক আবুধাবিতে এবং বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করেছে। তারা আইন অমান্য করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। দেশের ভাবমূর্তি নষ্ট করলে দেশের ক্ষতি হবে, এটা কারও কাম্য হতে পারে না। যারা দেশের ক্ষতি করে তারা দেশের শত্রু, জাতির শত্রু। দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না।’ 

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক ফায়দা হাসিল করতে হলে রাজনীতি করেন, কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিন শেষ।’

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’