হোম > জাতীয়

আমিরাতে ভিসা বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে কিছু বাংলাদেশি নাগরিক বিক্ষোভ করেছে। এতে আমিরাতের আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কিছু বাংলাদেশিকে সাজা দিয়েছে দেশটি। বাংলাদেশ সরকারের অবস্থান তাদের পক্ষে নয় বলে স্পষ্ট করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

আজ বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘সে দেশের (আরব আমিরাত) আইন অনুযায়ী বিচার হয়েছে। সেই রাষ্ট্র তাদের নিয়মে চলবে। সেখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। তবে আমি বলব, সেই দেশে বসবাস করে, সে দেশের আইন ভঙ্গ করেছে বলে তাদের শাস্তি হয়েছে, তাদের পক্ষে আমরা না। এটা কি বাংলাদেশ পাইছে? তাদের দেশ, তাদের আইন অনুযায়ী চলবে।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘কতজনকে শাস্তি দেওয়া হয়েছে, এ বিষয়ে আমরা এখনো সঠিক তথ্য পাইনি। এ বিষয়ে আমি আজকে আবুধাবির রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেছি, তিনি বলেছেন, সঠিক তথ্য পেলে আমাদের জানাবে।’ 

বাংলাদেশি কর্মীদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘ভিসা বন্ধের বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ডকুমেন্ট আসেনি। কোনো লিখিত অর্ডার আসেনি। আমরা আবুধাবির বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলাপ করেছি, তারা জানেন না। বাংলাদেশে আবুধাবির যে রাষ্ট্রদূত তাঁর সঙ্গে আলাপ করেছি, উনিও এখনো কিছু জানেন না। আসলে এখনো বন্ধ হয়নি। এখনো আমরা জানি না। সঠিক তথ্য আসলে আমরা আপনাদের (সাংবাদিকদের) জানাব।’

যারা বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করছে তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘জামায়াত-বিএনপির কিছু সমর্থক আবুধাবিতে এবং বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করেছে। তারা আইন অমান্য করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। দেশের ভাবমূর্তি নষ্ট করলে দেশের ক্ষতি হবে, এটা কারও কাম্য হতে পারে না। যারা দেশের ক্ষতি করে তারা দেশের শত্রু, জাতির শত্রু। দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না।’ 

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক ফায়দা হাসিল করতে হলে রাজনীতি করেন, কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিন শেষ।’

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল