হোম > জাতীয়

পটুয়াখালী ও ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় নিহত ২ 

পটুয়াখালী ও ঠাকুরগাঁও প্রতিনিধি

পটুয়াখালী ও ঠাকুরগাঁও জেলায় নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হয়েছেন। আজ রোববার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় তারা মারা যান। 

জানা গেছে, রোববার সন্ধ্যার পর পটুয়াখালীর চরমন্তাজ ইউনিয়নের নয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আবদুল খালেক নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি ওই ইউনিয়নের মেম্বার প্রার্থী জিয়ার সমর্থক ছিলেন। তবে কার গুলিতে তিনি নিহত হয়েছেন সে বিষয়ে এখনো দায়িত্বশীল কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে জানতে পটুয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করলেও তাঁদের পাওয়া যায়নি। 

রাঙ্গাবালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান সোহাগ হাওলাদার বলেন, ‘আমি শুনেছি ওখানে ঝামেলা হয়েছে। তবে গুলিবিদ্ধ হয়েছে কি না তা জানি না। আপনি অন্যভাবে জানার চেষ্টা করুন। আমরা এখন নির্বাচনের ফলাফল নিয়ে ব্যস্ত আছি।’ 

অন্যদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ওই ইউনিয়নের দক্ষিণ আসান নগর গ্রামের হামিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাজাগাঁও ইউনিয়নের ভোটগ্রহণ শেষে ব্যালট পেপার ভর্তি বাক্স নিয়ে নির্বাচন কাজে সংশ্লিষ্টরা ইউএনও অফিসে আসার সময় লোকজন রাস্তা অবরোধ করে। উত্তপ্ত জনতাকে নিবৃত্ত করতে পুলিশ গুলি ছোড়ে। এতে শটগানের গুলিতে একজন ঘটনাস্থলে প্রাণ হারান।’ 

তিনি জানান, অপর আরেক ঘটনায় আখানগর ইউনিয়নের দক্ষিণ ঝাড়গাঁও দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে আবু হোসেন (৪৫) পুলিশের গুলিতে আহত হন। তিনি এখন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. রাকিবুল আলম বলেন, ‘হামিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির পিঠে ও বুকে শটগানের গুলি রয়েছে। গুলিতে আহত আরেক ব্যক্তি আবু হোসেনের চিকিৎসা চলছে।’ 

তবে জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পুলিশের গুলিতে এক ব্যক্তির নিহত হওয়ার বিষয়টি তিনি লোক মাধ্যমে জেনেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলে ফোন কেটে দেন।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন