শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৫। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ প্রদানের মাধ্যমে পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেন তিনি।
পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এ বছর পুলিশ সপ্তাহ ২০২৫ আয়োজন করা হয়েছে।
চার দিনব্যাপী এই আয়োজনে নানা বিষয় থাকছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
এ সময় অনুষ্ঠানে ছিলেন—অতিরিক্ত আইজিপি, সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ সব পদবির পুলিশ সদস্যরা।