হোম > জাতীয়

সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

জাহাঙ্গীর আলম বুলবুল। ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে রাজধানী থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সকালে ডিবি পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়। তবে তাঁর বিরুদ্ধে কয়টি মামলা আছে এবং কোন মামলা গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, জাহাঙ্গীর আলমকে বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে দুদকের মামলা আছে। তাঁদের চাহিদার কারণে ডিবি পুলিশ তাঁকে আটক করে নিয়ে আসে। দুদকের কাছে তাঁকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

২০২৩ সালের অক্টোবরে জাহাঙ্গীর আলম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হন। গত ২০ আগস্ট তাঁকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। গত ২৮ অক্টোবর তাঁকে বাধ্যতামূলক অবসর দেয় সরকার।

জাহাঙ্গীর আলম একসময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব–১ ছিলেন। তিনি সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের চেয়ারম্যানসহ বিভিন্ন কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে তিনি সচিব পদে পদোন্নতি পান।

জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিসিএস একাদশ ব্যাচে প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেন।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন