হোম > জাতীয়

সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

জাহাঙ্গীর আলম বুলবুল। ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে রাজধানী থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সকালে ডিবি পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়। তবে তাঁর বিরুদ্ধে কয়টি মামলা আছে এবং কোন মামলা গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, জাহাঙ্গীর আলমকে বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে দুদকের মামলা আছে। তাঁদের চাহিদার কারণে ডিবি পুলিশ তাঁকে আটক করে নিয়ে আসে। দুদকের কাছে তাঁকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

২০২৩ সালের অক্টোবরে জাহাঙ্গীর আলম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হন। গত ২০ আগস্ট তাঁকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। গত ২৮ অক্টোবর তাঁকে বাধ্যতামূলক অবসর দেয় সরকার।

জাহাঙ্গীর আলম একসময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব–১ ছিলেন। তিনি সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের চেয়ারম্যানসহ বিভিন্ন কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে তিনি সচিব পদে পদোন্নতি পান।

জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিসিএস একাদশ ব্যাচে প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেন।

পূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক