হোম > জাতীয়

বুধবার থেকে চালু হতে পারে বেনাপোল এক্সপ্রেস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগুনে ক্ষতিগ্রস্ত বেনাপোল এক্সপ্রেস চালু হতে আরও একদিন সময় লাগবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। বেনাপোল এক্সপ্রেস আজ থেকে চলাচল করার কথা ছিল।

আজ সোমবার রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে শনিবার রাত নয়টায় আগুন দেওয়া হয় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে। বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে ঢোকার এক কিলোমিটার দূরে ঢাকায় গোপীবাগে অগ্নিকাণ্ডের শিকার হয়। এতে করে চারটি বগি পুড়ে যায় আগুনে। দগ্ধ হয়ে মারা যান ৪ জন। এরপর রাতে রেলওয়ে থেকে বলা হয় ট্রেনটি ৬ ও ৭ জানুয়ারী চলাচল করবে না। একই সঙ্গে আরও ৩১টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন দুই দিনের জন্য বন্ধ করা হয়। 

তবে, আজ অন্য ট্রেনগুলো চলাচল শুরু করলেও বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলাচল করেনি। 

অসীম কুমার তালুকদার বলেন, ক্ষতিগ্রস্ত ট্রেনটি ঠিক করা হচ্ছে। এতে আরও সময় লাগছে। আরও একদিন (মঙ্গলবার) সময় লাগবে। এটি রেলওয়েকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছেন। তাই আরও একদিন সময় লাগতে পারে ট্রেনটি চালাতে। বাকি ট্রেনগুলো চলছে। 

শনিবারের অগ্নিকাণ্ডের পর পূর্বাঞ্চলের ২০টি এবং পশ্চিমাঞ্চলের ১২টি ট্রেন বন্ধ করা হয়েছিল রেলওয়ে থেকে। 

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, পূর্বাঞ্চলের যতগুলো লোকাল ও মেইল বন্ধ ছিল তা আজ থেকে আবার যথাসময়ে চলাচল শুরু হয়েছে।

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা