হোম > জাতীয়

চিন্ময়ের গ্রেপ্তারের পর বিশৃঙ্খলায় দেশি-বিদেশি ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেট সার্কিট হাউসে বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র-আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র-আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ক্ষেত্রে আমার মনে হয় বাইরেরও (বিদেশি) কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও দু-একটা পার্টি আছে, তাঁদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। আবার ধরেন যাদের আমরা ব্যান করে দিয়েছি, তাঁদের থেকেও কিছুটা ইন্ধন আছে।’

রাজধানীর তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজকে বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে একটা আলাপ-আলোচনা হয়েছে। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে। এই সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে। যেহেতু ছাত্ররা আমাদেরই ভাই, আমাদেরই ছেলে-মেয়ে। তাদের প্রতি খুব একটা কঠোর হওয়া সম্ভব না। তাদেরকে বোঝাতে হবে। আমি অবশ্য সবকিছুর ভেতরে ইন্ধন খুঁজতে চাই না। এটা আপনারা অনুসন্ধান করে বের করতে পারেন। আমি আপাতত এটার ভেতরে কোনো ইন্ধন দেখছি না।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘৫-৬ আগস্ট থেকে অনেক উন্নতি হয়েছে। আমার কাছেতো এমন কিছু নেই যে, বলব উন্নতি হয়ে যাক। আস্তে আস্তে তো কিছুটা উন্নতি হয়েছে। আরও উন্নতি হওয়ার অবকাশ আছে এবং আরও উন্নতি হবে। সবার সাহায্য সহযোগিতা প্রয়োজন।’

৫ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া সকল অস্ত্র এখনো উদ্ধার হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এ জন্য অস্ত্র উদ্ধার অভিযান আমরা বন্ধ করিনি। অস্ত্র বাইরে থাকলেতো কিছুটা থ্রেট থাকবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশ অলরেডি ঢাকায় কাজ করছে। ছাত্র ভলান্টিয়ার, পুলিশ বাহিনীতে ট্রাফিকে কাজ করে যারা রিটায়ারে গেছেন, সেনাবাহিনী থেকে যারা রিটায়ারে গেছেন, অন্যান্য বাহিনীর যারা রিটায়ারে গেছেন, তাঁদের নিয়ে আমরা একটা কমিউনিটি গঠন করার চিন্তা ভাবনা করছি। প্রথমে ঢাকায়, পরে অন্যান্য জায়গায়।’

রাজনৈতিক পটপরিবর্তনের পর যারা ভুয়া মামলা করছে, তাদেরও আইনের আওতায় আনা হবে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘অনেক ভুয়া মামলা হয়েছে। এই ভুয়া মামলায় নিরাপদ কেউ যেন হয়রানির শিকার না হয়, এর ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা একটা কমিটি করে দেব। তারা এটা দেখবে, কোনটা তাদের কাছে গ্রহণযোগ্য, কেনটা গ্রহণযোগ্য না এবং কোন জায়গায় ভুয়া। এই ভুয়া মামলা যারা করছে, তাঁদেরও একটু ধরিয়ে দেন। যারা ভুয়া মামলা করছে, আমরা তাঁদেরও আইনের আওতায় আনব। ভুয়া মামলা হচ্ছে এবং এই ভুয়া মামলা দিয়ে তাঁরা টাকাপয়সা রোজগার করছে। এটা সত্য।’

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর