হোম > জাতীয়

যুক্তরাজ্যে আশ্রয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন হাসিনা 

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গতকাল সোমবার দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এখন পর্যন্ত ভারতে থাকলেও তিনি কোথায় যাবেন বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে ভারত সরকারের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছেন, দেশটির সরকার হাসিনাকে অন্তর্বর্তী আশ্রয়ের বিষয়টি নিশ্চিত করেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে, ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে অন্তর্বর্তীকালীন আশ্রয় দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সান জানিয়েছে, এই সময়ের মধ্যে শেখ হাসিনা যাতে যুক্তরাজ্যে আশ্রয় পান, তা নিশ্চিত করতে তাঁকে যাবতীয় সহযোগিতা দেবে ভারত। 

ডেইলি সানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি হবে সাময়িক, যতক্ষণ না তিনি যুক্তরাজ্যে চলে যেতে পারছেন তার আগ পর্যন্ত। এই শর্তেই তাঁকে ভারতে অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে ছোট বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় এবং তাঁর পরিবারের অন্য সদস্যরাও দেশটিতে থাকায় সেখানেই যেতে চান হাসিনা। 

বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের এমপি। তিনি বর্তমানে ক্ষমতাসীন লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন কিছুদিন আগেই। 

এদিকে ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে, নয়াদিল্লি ঢাকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন