হোম > জাতীয়

আওয়ামী লীগের জন্মস্থান ‘রোজ গার্ডেন’ কেনায় অনিয়মের অনুসন্ধানে নেমেছে দুদক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঐতিহাসিক রোজ গার্ডেন ক্রয়প্রক্রিয়ায় রাষ্ট্রের ৩৩২ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার (১৯ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক সূত্রটি জানায়, ১৯৩১ সালে ব্যবসায়ী হৃষিকেশ দাস প্রায় ২২ বিঘা জমির ওপর বাগানবাড়িটি নির্মাণ করেন। বিভিন্ন দেশ থেকে আনা দুর্লভ গোলাপগাছ দিয়ে বাড়িটির চারপাশ সাজানো হয়। সেই থেকে নাম হয় ‘রোজ গার্ডেন’। ১৯৩৬ সালে তিনি এটি বিক্রি করেন ঢাকার বই ব্যবসায়ী খান বাহাদুর মৌলভী কাজী আবদুর রশীদের কাছে। কাজী আবদুর রশীদ এখানে প্রভিন্সিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। পরে ১৯৪৯ সালের ২৩ জুন এই রোজ গার্ডেনে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ; যা ১৯৫৫ সালে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ নামে পরিচিত হয়।

এ ছাড়া ২০১৮ সালে ব্যক্তিমালিকানাধীন পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত এই স্থাপনা কিনে নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সরকারের হিসাবে এ ক্রয়ে ব্যয় হয় ৩৩১ কোটি ৭০ লাখ ২ হাজার ৯০০ টাকা।

এই ক্রয়-বিক্রয়ে অনিয়ম, আর্থিক অসংগতি ও অতিরিক্ত ব্যয় দেখানোর অভিযোগের ভিত্তিতেই দুদক এ অনুসন্ধান শুরু করেছে।

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

শাশুড়িকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় আসছেন জোবাইদা রহমান