হোম > জাতীয়

বাকশাল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর দর্শনকে প্রতিষ্ঠিত করতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

জবি প্রতিনিধি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,  ১৫ আগস্ট কালো রাতে শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছিল মুজিববাদ দর্শনকে। বঙ্গবন্ধু এই জাতির অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন। রাষ্ট্রে গণতন্ত্র, মানবিকতা, ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর বাকশাল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তার এই দর্শনকে প্রতিষ্ঠিত করতে হবে। 

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির উদ্যোগে এক অনলাইন আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৯৭২ এর সংবিধান বিশ্লেষণ করলে আমরা বঙ্গবন্ধুর দর্শনের সন্ধান পাব। ১৫ আগস্টের ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, মুজিববাদের দর্শনকে হত্যা করেছে। 

 অনলাইন আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ  ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম। 

এ সময় আলোচকবৃন্দ বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক, বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িকতাসহ নানাবিধ আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।

হামলা ও মব সহিংসতা: পুলিশের শীর্ষ পদগুলোয় রদবদল হতে পারে

নির্ধারিত সময়েই নির্বাচন হবে: মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

হিন্দুত্ববাদী বিক্ষোভের মুখে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

‎পুলিশ সদর দপ্তরে ৬ ডিআইজিকে রদবদল

আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামার আশা সরকারের

এবার দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম ‘সাময়িক বন্ধ’ করল বাংলাদেশ

হাদির ডিএনএ নমুনা সংরক্ষণে আদালতের নির্দেশ

ভোটারদের উৎসাহিত করতে জাতিসংঘের উদ্যোগে নতুন ওয়েবসাইট চালু

তারেক রহমানের প্রত্যাবর্তনে নেতা-কর্মীদের ঢাকায় আনতে চলবে ১০টি বিশেষ ট্রেন

বেনজীরের ফ্ল্যাট থেকে জব্দ ২৪৬ ধরনের মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে