ভারতের নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন শুরুর আগমুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় দুই শীর্ষ নেতাকে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংগৃহীত ছবিতে দেখা যায় বাইডেন শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তুলছেন। দুই শীর্ষ নেতা যখন ছবি তুলছিলেন, তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সেখানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে ভারতের রাজধানীতে বিশ্বের ২০ সদস্যের প্রধান অর্থনৈতিক গ্রুপের নেতাদের অংশগ্রহণে শুরু হওয়া ‘জি-২০ শীর্ষ সম্মেলনে’ যোগ দিয়েছেন।
প্রগতি ময়দানে ভারত মান্দাপাম কনভেনশন সেন্টারে ১৮তম এই জি-২০ শীর্ষ সম্মেলন মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের মধ্যে সারা বছর ধরে অনুষ্ঠিত সব জি-২০ প্রক্রিয়া ও বৈঠকের চূড়ান্ত পরিণতি হতে চলেছে।