হোম > জাতীয়

রাষ্ট্র সংস্কার আন্দোলন বাদে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনে বাধা নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্যান্য নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদনে বাধা নেই। আজ বৃহস্পতিবার আদালতের আদেশ হাতে পাওয়ার পর এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিতসংক্রান্ত হাইকোর্টের রুল জারির কপি পেয়েছে কমিশন।

মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের করা রিটের এ রুল জারি হওয়ায় দলটি ছাড়া অন্যদের নিবন্ধন আবেদনে কোনো বাধা নেই।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ মার্চ নতুন দলের নিবন্ধন আবেদন আহ্বান করে এ এম এম নাসির উদ্দিন কমিশন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যমান আইনবিধি মেনে আগামী ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে ইসির কাছে আবেদন করার সুযোগ রয়েছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম গণবিজ্ঞপ্তি ‘সংবিধানের মূল চেতনার পরিপন্থী’ উল্লেখ করে রিট আবেদন করেন।

১৮ মার্চ রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। এ গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ।

এদিকে চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, সব দলের জন্য এ গণবিজ্ঞপ্তি স্থগিত করা হয়নি। আর আদালতের রুলের জবাবও দেওয়া হবে।

ভোটের আগে তিন বাহিনী প্রধানের সঙ্গে ইসির বৈঠক

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দক্ষিণ সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জানাজায় লাখো মানুষ: বিদ্রোহী কবির পাশে চিরঘুমে বিপ্লবী হাদি

সরকারের নীরবতায় বিশেষ গোষ্ঠী মব সৃষ্টি করছে: এমএসএফ

মুক্তিযুদ্ধের উপসেনাপতি এ কে খন্দকারের জানাজা রোববার পৌনে ২টায়

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৮৩ জন, উদ্ধার ১৯ আগ্নেয়াস্ত্র

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন

‘ওসমান হাদি, দেখে যাও—লক্ষ লক্ষ জনতা তোমার জন্য পাগল’