হোম > জাতীয়

ডাক বিভাগের বেদখল সম্পদ দখলমুক্ত করার চেষ্টা করা হবে: ফয়েজ আহমদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

ডাক বিভাগের বেদখল সম্পদ দখলমুক্ত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

কর্মকর্তাদের উদ্দেশ্য করে ফয়েজ আহমদ বলেন, ‘ডাক বিভাগের সম্পদের ডিজিটাল ইনভেনটরি করুন। বিগত সময়ে ডাক বিভাগের যে সকল সম্পদ বেদখল হয়েছে, তা দখলমুক্ত করার চেষ্টা করা হবে।’

ফয়েজ আহমদ তৈয়্যব ডাক অধিদপ্তরের সকল নির্মাণকাজের মান পরীক্ষা করার পাশাপাশি ইকুইপমেন্ট এবং সফটওয়্যারের গুণগতমান পরীক্ষা করার বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বিভিন্ন প্রকল্পের বিষয়ে ফয়েজ আহমদ বলেন, ‘এক্সিট প্ল্যান ছাড়া কোনো প্রকল্প অনুমোদন করা হবে না। প্রকল্পের এক্সিট প্ল্যান অবশ্যই থাকতে হবে। নতুন প্রকল্পে ডিপিপি কোয়ালিটি নিশ্চিত করতে হবে।’

যে সরকারি সেবা জনগণকে অফিসে গিয়ে সংগ্রহ করতে হয়, তা ডাক বিভাগের মাধ্যমে ঘরে পৌঁছে দেওয়া যায় কি না, এর সম্ভাবনা যাচাই করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন ফয়েজ আহমদ তৈয়্যব। শুধু ইউরোপের উদাহরণ না দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানের সাকসেসফুল সার্ভিসের মডেল সম্পর্কে খোঁজ নিতে কর্মকর্তাদের বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

মতবিনিময় সভায় ডাক অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডাক অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’