ডিজেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় বাসের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে নতুন ভাড়া কোনোভাবেই সিএনজিচালিত বাসে আদায় না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আজ মঙ্গলবার ৯ নভেম্বর সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
সড়ক পরিবহন মালিক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজেল চালিত বাসের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। কিন্তু সিএনজিচালিত বাসের ভাড়া পুনর্নির্ধারিত করা হয়নি। সুতরাং সিএনজিচালিত বাস আগের ভাড়ায় চলবে।
তবে ঢাকাসহ কিছু কিছু জেলায় বিআরটিএর নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাচ্ছে মালিক সমিতি। এমন অবস্থায় বিআরটিএ কার্যালয় থেকে ভাড়ার চার্ট সংগ্রহ করে নির্ধারিত ভাড়া আদায় করার জন্য মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এ সংগঠনটি।
বাসে নতুন ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া আদায় করা হচ্ছে কিনা। তা মালিকদের পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছে মালিক সমিতি। বাসে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএকে অনুরোধ জানিয়েছে তারা।