হোম > জাতীয়

গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে তথ্য সংগ্রহ করছে সরকার

আজকের পত্রিকা ডেস্ক­

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ছবি: বিএসএস

জুলাই-আগস্টের ইতিহাস সংরক্ষণের জন্য অভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ, রিপোর্ট সংগ্রহ করছে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। আজ বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৭ অক্টোবরের এক অফিস আদেশ অনুযায়ী জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহত ব্যক্তিদের চিকিৎসা ও তাদের পরিবারবর্গকে সহায়তা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় ‘গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তক্রমে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যপরিধির আওতায় বিশেষ সেল জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে গণ-অভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ, রিপোর্ট সংগ্রহ করছে।

গণ-অভ্যুত্থানকালীন গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ঘটনাবলির ধারণ করা স্থিরচিত্র, ভিডিও ফুটেজ জমাদানের আহ্বান জানিয়েছে বিশেষ সেল। তথ্যাদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে (muspecialcell36@gmail.com) আপলোড করার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়া এসব তথ্য (স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও ডকুমেন্টারি) বর্ণিত সময়ের মধ্যে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে (দ্বিতীয় তলা, ভবন নম্বর-২, বিএসএল অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ১ মিন্টু রোড, ঢাকা-১০০০) পেনড্রাইভে ডাকযোগে বা সরাসরি হস্তান্তর করা যাবে।

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু