হোম > জাতীয়

চার আসনের উপনির্বাচন: তফসিল ঘোষণা ২ জুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: জাতীয় সংসদের চারটি শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে জুলাইয়ের মাঝামাঝিতে। আগামী ২ জুন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার দুপুরে ইসির ৮০ তম সভা শেষে কমিশনের সচিব হুমায়ূন কবীর খোন্দকার এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা-১৪, লক্ষ্মীপুর-২, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন হবে জুলাইয়ের মাঝামাঝিতে। ২ জুন নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে।

তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদসহ অন্যান্য নির্বাচনেরও সিদ্ধান্ত নেওয়া হবে একইদিন।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ আসন নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল কুয়েতের ফৌজদারি আদালতে ঘোষিত রায়ে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। সংবিধান অনুযায়ী ২৮ জানুয়ারি তাঁর সংসদ সদস্যপদ শূন্য হয়।

বাকি তিন আসনের সংসদীয় আসনই সংসদ সদস্যের মৃত্যুজনিত কারণে শূন্য হয়ে যায়। এর মধ্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। গত ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ১৪ এপ্রিল। তাঁরা তিন জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ