হোম > জাতীয়

চার আসনের উপনির্বাচন: তফসিল ঘোষণা ২ জুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: জাতীয় সংসদের চারটি শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে জুলাইয়ের মাঝামাঝিতে। আগামী ২ জুন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার দুপুরে ইসির ৮০ তম সভা শেষে কমিশনের সচিব হুমায়ূন কবীর খোন্দকার এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা-১৪, লক্ষ্মীপুর-২, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন হবে জুলাইয়ের মাঝামাঝিতে। ২ জুন নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে।

তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদসহ অন্যান্য নির্বাচনেরও সিদ্ধান্ত নেওয়া হবে একইদিন।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ আসন নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল কুয়েতের ফৌজদারি আদালতে ঘোষিত রায়ে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। সংবিধান অনুযায়ী ২৮ জানুয়ারি তাঁর সংসদ সদস্যপদ শূন্য হয়।

বাকি তিন আসনের সংসদীয় আসনই সংসদ সদস্যের মৃত্যুজনিত কারণে শূন্য হয়ে যায়। এর মধ্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। গত ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ১৪ এপ্রিল। তাঁরা তিন জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি