করোনাভাইরাস সংক্রমণকালীন সময়ে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযানে ধারণ ক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের লক্ষ্যে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। সেই আদেশ বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ফলে বুধবার থেকে আগের ভাড়ায় চলেছে যাত্রীবাহী নৌযান।
মঙ্গলবার ১০ আগস্ট বিআইডব্লিউটিএ এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।
লঞ্চের ভাড়ার বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, লঞ্চের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া নেওয়া যাবে না। আগের ভাড়ায় চলবে প্রতিটি সিটে যাত্রী নিতে পারবে। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।