হোম > জাতীয়

বাংলাদেশের উন্নতি দেখে অভিভূত জাইকা প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের উন্নতি দেখে জাইকা প্রেসিডেন্ট আকিহিকো তানাকা অভিভূত বলে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে জানিয়েছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সারা বিশ্বকে অবাক করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের দপ্তরে এক সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেন জাইকা প্রেসিডেন্ট। 

এ সময় বাংলাদেশকে বাজেট সহায়তা দেওয়ার জন্য জাইকা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। একই সাথে তিনি আশা প্রকাশ করেন, আগামীতে জাইকা বাংলাদেশের উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে আরও অর্থায়ন করবে। 

এ সময় জাইকা প্রেসিডেন্ট বলেন, জাইকার সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশ বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক সূচকে বিভিন্ন প্রতিবেশি দেশের থেকে বর্তমানে অনেক এগিয়ে রয়েছে। সহযোগিতার সফল বাস্তবায়নের কারণে এ মুহূর্তে জাপানের সরকারি উন্নয়ন সহযোগিতার তালিকায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশর অবস্থান অন্যতম। বিভিন্ন সামাজিক সূচকে অগ্রগতি অর্জনের মাধ্যমে উন্নয়নের একটি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে বাংলাদেশ। এ সফরে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্রটা নিজের চোখে দেখে তিনি উপলব্ধি করছেন। 

আকিহিকো তানাকা বলেন, ২০১৪ সালে তিনি বাংলাদেশে এসেছিলেন। তবে এবারের সফরের বাংলাদেশ তাঁকে অভিভূত করেছে। 

সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং জাইকার আবাসিক প্রতিনিধি ইয়ো হায়াকাওয়াসহ জাইকা ও অর্থ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে