হোম > জাতীয়

করোনায় মৃত্যু, শনাক্ত দুটিই কমেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১০ হাজার ৪২০ জনের শরীরে। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে গতকাল ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মৃত্যু এবং ১১ হাজার ১৬৪ জন রোগীর করোনা শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয় গত ৫ আগস্ট। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭০৮টি সক্রিয় ল্যাবে ৪৪ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করলে ১০ হাজার ৪২০ জনের ফল পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ। 

যেখানে গতকাল ২৪ ঘণ্টায় ৭০৮টি সক্রিয় ল্যাবে ৪৭ হাজার ৪২৪টি নমুনা পরীক্ষা করে ১১ হাজার ১৬৪ টির ফল পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ছিল হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ। গত ২ আগস্টের পর থেকেই ধারাবাহিকভাবে শনাক্তের হার কমছে। 

এই সময়ে বরাবরের মতো সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ১০৫ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৪, রাজশাহীতে ১০, খুলনায় ২০, বরিশালে ৮, সিলেটে ২৩, রংপুরে ৬ ও ময়মনসিংহে ১১ জনের মৃত্যু হয়েছে। 

এক দিনে করোনায় মৃত ২৩৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭৪ জন, বেসরকারি হাসপাতালে ৬০ জন এবং বাসায় মারা গেছেন ৩ জন। 

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৩৪ আর নারী ১০৩ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১-১০০ বছর বয়সী ২ জন, ৮১-৯০ বছর বয়সী ১৫ জন, ৭১-৮০ বছর বয়সী ৪৫ জন, ৬১-৭০ বছর বয়সী ৮৪ জন, ৫১–৬০ বছর বয়সী ৪৬ জন, ৪১–৫০ বছর বয়সী ২৪ জন, ৩১–৪০ জন বছর বয়সী ১৪ জন, ২১–৩০ বছর বয়সী ৪ জন, ১১-২০ বছর বয়সী ২ জন এবং এবং ০–১০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ৩১৩ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন। যেখানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন। আর মৃত্যু হয়েছে ২৩ হাজার ৩৯৮ জন করোনা রোগীর। 

 ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিডে আক্রান্ত রোগী শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ। 

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল