হোম > জাতীয়

ডেঙ্গু রোগী ১৭ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর দাপট এখনো কমছে না। চলতি মাসের শেষ সপ্তাহেও দুই শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হচ্ছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ১৭ হাজারের ওপরে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি হয়েছেন ২২১ জন। এদের মধ্যে ঢাকায় ১৬৪ জন এবং বাইরে ৫৭ জন।

হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি হয়েছে ১৭ হাজার ১১৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৯৫৭ জন। এ বছর মৃত্যু হয়েছে ৫৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে ভয়াবহ। ওই বছর আগস্টে সর্বোচ্চ ৫২ হাজার ৬৩৬ জন রোগী শনাক্ত ও ভর্তি হন। গত বছর আগস্টে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন মাত্র ৬০ জন। আর চলতি বছর আগস্টে ৭ হাজার ৬৯৮ জন রোগী ভর্তি হন। আগেরদিন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন ১৮৯ জন। এদের মধ্যে ঢাকায় ১৬৪ জন এবং বাইরে ছিল ২৫ জন।

চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৬ হাজার ৭৫৯ জন। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১ হাজার ৯৯ জন এবং ঢাকার ৪১টি সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮৮০ জন। বাইরে ভর্তি আছে ২১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, ঢাকা শিশু হাসপাতালে ১০ জন, মুগদা জেনারেল হাসপাতালে তিনজন, সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ ১১ জনসহ মোট ৫৫। এই ৫৫ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার ৬টি ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করে কিন্তু চিকিৎসার চারটি ছিল চিকিৎসার। শেষ পর্যন্ত কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল টি রোগী ভর্তি শুরু হয়েছে।

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়