হোম > জাতীয়

এবার ঈদে ঢাকা ছাড়ছে কম মানুষ

সৌগত বসু, ঢাকা

গতবারের চেয়ে এবারের ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের সংখ্যা কমেছে। গরম, লোডশেডিং ও ট্রেনে টিকিটবিহীন যাত্রীর নিষেধাজ্ঞার ফলে ঘরমুখী মানুষের যাত্রা কমেছে বলে ধারণা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, গত মঙ্গলবার ও বুধবার বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের ২৯ লাখ ৯২৩ জন মোবাইল সিম গ্রাহক ঢাকা ছেড়েছেন। যার মধ্যে মঙ্গলবার ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন এবং গতকাল বুধবার ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন।

ঈদের ছুটি এবার নির্বাহী আদেশে এক দিন বাড়ানো হয়েছে। তাই মঙ্গলবার ছিল শেষ কর্মদিবস। সেই অনুযায়ী ঘরে ফেরা যাত্রীর সংখ্যা গতবার থেকে প্রায় অর্ধেক কম।

২০২২ সালের সিমের তথ্য বলছে, ঢাকা ছেড়েছিল প্রায় ১ কোটি ১৫ লাখ মানুষ। আর ঈদের ছুটি শুরু হওয়ার আগেই ঢাকা ছেড়েছিল প্রায় ৭৩ লাখ। ২০২১ সালে এই সংখ্যা ছিল ১ কোটি ৫ লাখ। সে সময় করোনা থাকলেও ঈদযাত্রায় মানুষের সংখ্যা কমেনি। 

তবে গত দুই দিনে এবার ঢাকা ছেড়েছে মাত্র ২৯ লাখ মানুষ। আগামী শনিবার ঈদ হলে বাকি থাকবে দুই দিন। আর এই দুই দিনে ঘরে ফেরা মানুষের সংখ্যা গতবারের চেয়ে বেশি হবে না বলে ধারণা অনেকের। ট্রেনে নির্দিষ্টসংখ্যক যাত্রী আর গরম ও গ্রামে লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে রাজধানীকেই উপযুক্ত মনে করছে তারা।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নিয়াজ মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটি আছে, তবে বাড়ি যাওয়া হবে না। গ্রামে গত কয়েক দিনে লোডশেডিং বেশি। এই গরমে বিদ্যুৎ না থাকলে গ্রামে টেকা দায় হয়ে পড়বে।’

একই কথা বলছেন সংবাদমাধ্যমে চাকরিরত নিশাত বিজয়। তাঁর বাড়ি যশোরে। নিশাত বলেন, ‘খুলনা বিভাগে গরম অনেক। বৃষ্টি হবে না। তাই ঈদের ছুটিতে ঢাকায় থাকব।’

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু