গতবারের চেয়ে এবারের ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের সংখ্যা কমেছে। গরম, লোডশেডিং ও ট্রেনে টিকিটবিহীন যাত্রীর নিষেধাজ্ঞার ফলে ঘরমুখী মানুষের যাত্রা কমেছে বলে ধারণা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, গত মঙ্গলবার ও বুধবার বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের ২৯ লাখ ৯২৩ জন মোবাইল সিম গ্রাহক ঢাকা ছেড়েছেন। যার মধ্যে মঙ্গলবার ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন এবং গতকাল বুধবার ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন।
ঈদের ছুটি এবার নির্বাহী আদেশে এক দিন বাড়ানো হয়েছে। তাই মঙ্গলবার ছিল শেষ কর্মদিবস। সেই অনুযায়ী ঘরে ফেরা যাত্রীর সংখ্যা গতবার থেকে প্রায় অর্ধেক কম।
তবে গত দুই দিনে এবার ঢাকা ছেড়েছে মাত্র ২৯ লাখ মানুষ। আগামী শনিবার ঈদ হলে বাকি থাকবে দুই দিন। আর এই দুই দিনে ঘরে ফেরা মানুষের সংখ্যা গতবারের চেয়ে বেশি হবে না বলে ধারণা অনেকের। ট্রেনে নির্দিষ্টসংখ্যক যাত্রী আর গরম ও গ্রামে লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে রাজধানীকেই উপযুক্ত মনে করছে তারা।
একই কথা বলছেন সংবাদমাধ্যমে চাকরিরত নিশাত বিজয়। তাঁর বাড়ি যশোরে। নিশাত বলেন, ‘খুলনা বিভাগে গরম অনেক। বৃষ্টি হবে না। তাই ঈদের ছুটিতে ঢাকায় থাকব।’