হোম > জাতীয়

এবার ঈদে ঢাকা ছাড়ছে কম মানুষ

সৌগত বসু, ঢাকা

গতবারের চেয়ে এবারের ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের সংখ্যা কমেছে। গরম, লোডশেডিং ও ট্রেনে টিকিটবিহীন যাত্রীর নিষেধাজ্ঞার ফলে ঘরমুখী মানুষের যাত্রা কমেছে বলে ধারণা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, গত মঙ্গলবার ও বুধবার বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের ২৯ লাখ ৯২৩ জন মোবাইল সিম গ্রাহক ঢাকা ছেড়েছেন। যার মধ্যে মঙ্গলবার ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন এবং গতকাল বুধবার ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন।

ঈদের ছুটি এবার নির্বাহী আদেশে এক দিন বাড়ানো হয়েছে। তাই মঙ্গলবার ছিল শেষ কর্মদিবস। সেই অনুযায়ী ঘরে ফেরা যাত্রীর সংখ্যা গতবার থেকে প্রায় অর্ধেক কম।

২০২২ সালের সিমের তথ্য বলছে, ঢাকা ছেড়েছিল প্রায় ১ কোটি ১৫ লাখ মানুষ। আর ঈদের ছুটি শুরু হওয়ার আগেই ঢাকা ছেড়েছিল প্রায় ৭৩ লাখ। ২০২১ সালে এই সংখ্যা ছিল ১ কোটি ৫ লাখ। সে সময় করোনা থাকলেও ঈদযাত্রায় মানুষের সংখ্যা কমেনি। 

তবে গত দুই দিনে এবার ঢাকা ছেড়েছে মাত্র ২৯ লাখ মানুষ। আগামী শনিবার ঈদ হলে বাকি থাকবে দুই দিন। আর এই দুই দিনে ঘরে ফেরা মানুষের সংখ্যা গতবারের চেয়ে বেশি হবে না বলে ধারণা অনেকের। ট্রেনে নির্দিষ্টসংখ্যক যাত্রী আর গরম ও গ্রামে লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে রাজধানীকেই উপযুক্ত মনে করছে তারা।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নিয়াজ মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটি আছে, তবে বাড়ি যাওয়া হবে না। গ্রামে গত কয়েক দিনে লোডশেডিং বেশি। এই গরমে বিদ্যুৎ না থাকলে গ্রামে টেকা দায় হয়ে পড়বে।’

একই কথা বলছেন সংবাদমাধ্যমে চাকরিরত নিশাত বিজয়। তাঁর বাড়ি যশোরে। নিশাত বলেন, ‘খুলনা বিভাগে গরম অনেক। বৃষ্টি হবে না। তাই ঈদের ছুটিতে ঢাকায় থাকব।’

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন