হোম > জাতীয়

এক বিচারপতি অসুস্থ, গুলি না করার রিট আবেদনের শুনানি হচ্ছে না আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ (বুধবার) হচ্ছে না। একজন বিচারপতি অসুস্থ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বেলা পৌনে ১১টার দিকে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন অসুস্থ থাকার বিষয়টি জানান বেঞ্চ কর্মকর্তা। তিনি বলেন, ‘আজ (বুধবার) বিচারপতি মোস্তফা জামান ইসলামের একক বেঞ্চ বসবেন এবং একজন যে মামলা শুনতে পারেন, সেভাবে কার্যতালিকা করা হচ্ছে।’
 
এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা রিট করেন। সোমবার ও মঙ্গলবার দুই দফা রিটের ওপর শুনানি শেষে আজকের দিন ধার্য ছিল। তবে একজন বিচারপতি অসুস্থ থাকায় আজ শুনানি হয়নি। 

আজও শুনানিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক আইনজীবী ও গণমাধ্যমকর্মী ওই বেঞ্চে উপস্থিত হন। সেই সঙ্গে উপস্থিত ছিলেন—আবেদনকারী আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ রাষ্ট্রপক্ষের অন্যান্য আইনজীবীও।

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর