হোম > জাতীয়

কেএনএফের বিরুদ্ধে চালানো অভিযান সফল: সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামাদি। ছবি: আইএসপিআর

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পলিপাংসা-মুলফিপাড়া এলাকায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে চালানো অভিযান সফল হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে নিহত দুজনের মধ্যে একজন সংগঠনটির নেতৃত্বপর্যায়ের ছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোররাত ৫টার দিকে সেনাবাহিনী এই অভিযান চালায়। এ সময় সেনাসদস্যরা কেএনএফের অবস্থান শনাক্ত করলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় উভয় পক্ষে গুলিবিনিময় হয়।

অভিযান শেষে কেএনএফের ইউনিফর্ম পরা দুই সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের একজন পুটিং ওরফে ডলি, যিনি সংগঠনটির ‘মেজর’ পদমর্যাদার।

ঘটনাস্থল থেকে তিনটি সাবমেশিনগান, একটি রাইফেল, বিপুল গুলি, অস্ত্রের ম্যাগাজিন, কেএনএফের পোশাক ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয় বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আইএসপিআর জানায়, বান্দরবানের রুমায় কেএনএফের সশস্ত্র তৎপরতায় বিগত বছরগুলোতে বম সম্প্রদায়ের বহু পরিবার বাস্তুচ্যুত হয়। সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। এরই মধ্যে ১২৬টি পরিবার নিজ এলাকায় ফিরেছে। তাদের নিরাপত্তা, আশ্রয় ও পুনর্বাসনে সেনাবাহিনী সহায়তা করছে।

পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে