হোম > জাতীয়

কাল চালু হচ্ছে আরও চার জোড়া যাত্রীবাহী ট্রেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আগামীকাল রোববার চালু হচ্ছে আরও চার জোড়া যাত্রীবাহী ট্রেন। এর মধ্যে জয়দেবপুর-ঢাকা রুটে তিন জোড়া এবং পোড়াদহ-গোয়ালন্দ ঘাট রুটে এক জোড়া ট্রেন নিয়মিত চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (অপারেশন) মো. রেজাউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলের চলমান কাজের কারণে জয়দেবপুর-ঢাকার মধ্যে সড়ক পথে যাত্রী চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগছে এবং যাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে যাত্রী চাহিদা বিবেচনায় ও দুর্ভোগ লাঘবে এসব ট্রেন চালু করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিউটার ট্রেনের ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে বিক্রি হবে। আগের মতই একটি আসন ফাঁকা রেখে যাত্রীরা এসব ট্রেনে গন্তব্যে যাত্রা করতে পারবেন। ট্রেনে দাঁড়িয়ে কোনো যাত্রী নেওয়া হবে না।

যেসব ট্রেন চালু হচ্ছে–তুরাগ কমিউটার, কালিয়াকৈর ডেমু, টাঙ্গাইল কমিউটার ও পোড়াদহ-গোয়ালন্দ ঘাট সেকশনে লোকাল ট্রেন।

এর আগে গত ২৪ মে প্রথম দফায় ২৮ জোড়া আন্তনগর এবং মেইল এক্সপ্রেস ও কমিউটার ৯ জোড়া যাত্রীবাহী ট্রেন সারা দেশে চালু করা হয়। দ্বিতীয় দফায় গত ৯ জুন থেকে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু করা হয়। তবে করোনার কারণে বর্তমানে রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ আছে।

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান