হোম > জাতীয়

কাল চালু হচ্ছে আরও চার জোড়া যাত্রীবাহী ট্রেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আগামীকাল রোববার চালু হচ্ছে আরও চার জোড়া যাত্রীবাহী ট্রেন। এর মধ্যে জয়দেবপুর-ঢাকা রুটে তিন জোড়া এবং পোড়াদহ-গোয়ালন্দ ঘাট রুটে এক জোড়া ট্রেন নিয়মিত চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (অপারেশন) মো. রেজাউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলের চলমান কাজের কারণে জয়দেবপুর-ঢাকার মধ্যে সড়ক পথে যাত্রী চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগছে এবং যাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে যাত্রী চাহিদা বিবেচনায় ও দুর্ভোগ লাঘবে এসব ট্রেন চালু করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিউটার ট্রেনের ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে বিক্রি হবে। আগের মতই একটি আসন ফাঁকা রেখে যাত্রীরা এসব ট্রেনে গন্তব্যে যাত্রা করতে পারবেন। ট্রেনে দাঁড়িয়ে কোনো যাত্রী নেওয়া হবে না।

যেসব ট্রেন চালু হচ্ছে–তুরাগ কমিউটার, কালিয়াকৈর ডেমু, টাঙ্গাইল কমিউটার ও পোড়াদহ-গোয়ালন্দ ঘাট সেকশনে লোকাল ট্রেন।

এর আগে গত ২৪ মে প্রথম দফায় ২৮ জোড়া আন্তনগর এবং মেইল এক্সপ্রেস ও কমিউটার ৯ জোড়া যাত্রীবাহী ট্রেন সারা দেশে চালু করা হয়। দ্বিতীয় দফায় গত ৯ জুন থেকে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু করা হয়। তবে করোনার কারণে বর্তমানে রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ আছে।

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু

ঢাকায় আজ গণমাধ্যম সম্মিলন

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ পেল ৯৪৭ প্রতিষ্ঠান

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর