হোম > জাতীয়

বাংলাদেশ থেকে আম ও আলু নিতে চায় ইরাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ থেকে আম ও আলুসহ বিভিন্ন মৌসুমি সবজি আমদানিতে আগ্রহ দেখিয়েছে ইরাক। সচিবালয়ে আজ বুধবার কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত আব্দুল সালাম সাদ্দাম মোহিসেন এই আগ্রহের কথা জানান।

বৈঠক শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইরাক বাংলাদেশের অন্যতম বন্ধু রাষ্ট্র। মুক্তিযুদ্ধের সময় তারা ছিল বাংলাদেশের অন্যতম স্বীকৃতিদানকারী। মাঝে যুদ্ধবিগ্রহের কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও এখন আবার ভালো হচ্ছে। এখন তেল রপ্তানি করে তারা মাসে আট বিলিয়ন ডলার আয় করে। সাম্প্রতিক সময়ে তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালোর দিকে।

আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ থেকে শাকসবজি-ফলমূল আমদানিতে ইরাকের আগ্রহ রয়েছে। তবে আমের মৌসুমে আম নিতে তারা বেশি আগ্রহী। পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের সুস্বাদু ফল নেওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। ইরাক বাংলাদেশ থেকে আলু আমদানি করতে চাচ্ছে। আলু রপ্তানি করতে আমাদের কোনো সমস্যা নেই। সবজি রপ্তানি প্রক্রিয়া শুরু করতে খুব স্বল্প সময়ে দুই দেশের মধ্যে সমঝোতা সই হবে।

কৃষি মন্ত্রণালয়ের অধীন পূর্বাচলে একটি অ্যাক্রেডিটেশন কৃষি ল্যাব স্থাপনে সহায়তা দেওয়ার আগ্রহ জানিয়েছে যুক্তরাষ্ট্র কৃষি সংস্থা (ইউএসডিএ)। কৃষিমন্ত্রী বলেন, পূর্বাচলে কৃষি মন্ত্রণালয়ের দুই একর জমি রয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের স্বীকৃত একটি কৃষি ল্যাব স্থাপন করা হবে। ইউএসডিএ সেখানে আর্থিক এবং কারিগরি সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া আম ও লিচুর মতো পচনশীল ফলমূল উৎপাদনকারী কৃষকদের সঙ্গে তারা সহযোগিতামূলক কাজ করার আগ্রহ দেখিয়েছে।

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি