হোম > জাতীয়

করোনার বড়ির দাম ৫০ টাকা, বাজারজাতকরণে অনুমতি পেল আরও ২ প্রতিষ্ঠান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে করোনার বড়ি মলনুপিরাভিরের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার। বেক্সিমকোর পর আজ মঙ্গলবার এসকেএফ ফার্মাকে ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে এই ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 

আজ মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে এমনটি জানান। 

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, দেশের বাজার পাওয়া যাচ্ছে এই ওষুধ। নতুন করে দুটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সক্ষমতা যাচাই করে আবেদন করা বাকি কোম্পানিগুলোকেও অনুমোদন দেওয়া হবে। এসব প্রতিষ্ঠান দেশীয় চাহিদা মিটিয়ে বাইরের দেশে রপ্তানিও করতে পারবে। দেশের বাজারে ওষুধটির জেনেরিক সংস্করণের নাম হবে 'এমোরিভির'। 

সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, ‘করোনার এই ওষুধ উৎপাদনে বিশ্বের দ্বিতীয় দেশ বাংলাদেশ। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরাও ল্যাবে পরীক্ষা করেছি। ওষুধটি মৃত্যু ঠেকাতে ও হাসপাতালে ভর্তি অর্ধেক কমাবে বলে আশা করা হচ্ছে।’ 

এই ওষুধ ব্যবহারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে জানিয়ে তিনি বলেন, দিনে ৮টি করে মোট ৫ দিন খেতে হবে এই ক্যাপসুল। প্রতিটির দাম ৫০ টাকা করে পড়বে। আগামী সপ্তাহে সরবরাহ বাড়লে দাম কমতে পারে। ১৮ বছরের বেশি যেকোনো ব্যক্তি এটি সেবন করতে পারবেন। তবে কোনো  ওষুধই টিকার বিকল্প নয়। 

মাহবুবুর রহমান জানান, ওষুধটি তৈরিতে এসকেএফ, বেক্সিমকো, স্কয়ার, রেনেটা, হেলথ কেয়ার, ইনসেপ্টা, বিকন, জেনারেল ফার্মা, পপুলার ও একমি ফার্মা আবেদন করেছে। সবকিছু দেখে পর্যায়ক্রমে বাকিগুলোকেও অনুমোদন দেওয়া হবে। 

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

ইসি একদমই কোনো চাপে নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

শাকসু নির্বাচন স্থগিত