হোম > জাতীয়

চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতির কড়া জবাব দিল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তাঁর জামিনের বিষয়ে ভারতের দেওয়া বিবৃতির কড়া জবাব দিয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ভারতের দেওয়া বিবৃতির কড়া জবাব দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি সরকারের নজর কেড়েছে। চিন্ময় দাসকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ কারণে বাংলাদেশ সরকার মনে করে, ভারতের দেওয়া বিবৃতিটি ভিত্তিহীন ও ভুল ধারণার ওপর দেওয়া, যা দুই দেশের বন্ধুত্ব ও প্রতিবেশীসুলভ বোঝাপড়ার পরিপন্থী।

চিন্ময় দাসের ইস্যুটিকে একটি বিচারাধীন বিষয় হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। সরকার বিচারালয়ের কাজে হস্তক্ষেপ করে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার সকল ধর্মাবলম্বী মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।

চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে সরকার গভীরভাবে উদ্বিগ্ন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো মূল্যে বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে দুপুরে দেওয়া ভারতের ওই বিবৃতিতে হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা, শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আরজি জানানো হয়।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন