হোম > জাতীয়

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের তালিকা করতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের তালিকা তৈরি করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব আজ বৃহস্পতিবার এই নোটিশ পাঠান।

পররাষ্ট্রসচিব, অর্থসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বরাবর রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের বিষয়টি নিশ্চিত করেন হুমায়ন কবির পল্লব।

নোটিশে বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিককে কর্মে নিযুক্ত করা যায় না। আয়কর আইন অনুযায়ী তাঁদের নির্দিষ্ট পরিমাণ কর দিতে হয়। কিন্তু নোটিশ গ্রহীতাদের নিষ্ক্রিয়তার কারণে লাখ লাখ বিদেশি নাগরিক সরকারের পূর্বানুমতি না নিয়েই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন। সরকারি নথিতে তথ্য না থাকায় তাঁরা আইন অনুযায়ী আয়কর দিচ্ছেন না।

নোটিশে বলা হয়, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে অবৈধভাবে প্রায় ৬ লাখ বিদেশি নাগরিক কাজ করছেন। এভাবে প্রায় ২৬ হাজার কোটি টাকা বেআইনিভাবে বাংলাদেশ থেকে অন্যান্য দেশে পাচার হচ্ছে। তাই নোটিশ গ্রহণের সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষদিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট