হোম > জাতীয়

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের তালিকা করতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের তালিকা তৈরি করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব আজ বৃহস্পতিবার এই নোটিশ পাঠান।

পররাষ্ট্রসচিব, অর্থসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বরাবর রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের বিষয়টি নিশ্চিত করেন হুমায়ন কবির পল্লব।

নোটিশে বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিককে কর্মে নিযুক্ত করা যায় না। আয়কর আইন অনুযায়ী তাঁদের নির্দিষ্ট পরিমাণ কর দিতে হয়। কিন্তু নোটিশ গ্রহীতাদের নিষ্ক্রিয়তার কারণে লাখ লাখ বিদেশি নাগরিক সরকারের পূর্বানুমতি না নিয়েই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন। সরকারি নথিতে তথ্য না থাকায় তাঁরা আইন অনুযায়ী আয়কর দিচ্ছেন না।

নোটিশে বলা হয়, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে অবৈধভাবে প্রায় ৬ লাখ বিদেশি নাগরিক কাজ করছেন। এভাবে প্রায় ২৬ হাজার কোটি টাকা বেআইনিভাবে বাংলাদেশ থেকে অন্যান্য দেশে পাচার হচ্ছে। তাই নোটিশ গ্রহণের সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

ইসি একদমই কোনো চাপে নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

শাকসু নির্বাচন স্থগিত

সহিংসতার জন্য স্টারলিংক ও পশ্চিমাদের দুষলেন ঢাকায় ইরানি রাষ্ট্রদূত