হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জাতিসংঘ মহাসচিবের 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি তিনি জানিয়েছেন, বাংলাদেশে সংস্কারের যেকোনো উদ্যোগকে সমর্থন করবে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই সমর্থন ব্যক্ত করেন। 

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। 

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘জাতিসংঘের “কান্ট্রি টিম” (বাংলাদেশে জাতিসংঘের দল) আপনাদের সমর্থন করতে উন্মুখ।’ এ সময় তিনি বলেন, সদ্য গৃহীত ‘ইউএন প্যাক্ট অব দ্য ফিউচার’ বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক এবং এর রেয়াতি তহবিল দেশের জন্য প্রযোজ্য। গুতেরেস বৈঠক বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন, ‘তারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ 

প্রধান উপদেষ্টা জুলাই-আগস্টের ছাত্রদের নেতৃত্ব সংঘটিত গণঅভ্যুত্থানের বিষয়টি জাতিসংঘ মহাসচিবের সামনে তুলে ধরেন। এই আন্দোলন শেখ হাসিনার নৃশংস স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল। তিনি বলেন, ‘তরুণেরা জীবন দিয়েছে বলেই আমি এখানে আসতে পেরেছি।’ 

বৈঠকে এই দুই নেতা জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের ১৭ কোটি মানুষের ওপর এর প্রভাব, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের নেতৃত্বে বাংলাদেশে অবস্থান করা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নিয়েও আলোচনা করেন। উল্লেখ্য, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার তদন্ত করছে।

ভোটের গাড়ি শুধু শহরে, গ্রামের মানুষ জানে না

দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আপিল আবেদন

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ে শঙ্কা, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গভীর সমুদ্রে ভোগাচ্ছে জেলিফিশ, সমস্যা চিহ্নিত করায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, কেমন সাড়া মিলল

নির্বাচনী দায়িত্ব: যানবাহন ও মনোবলে ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ