হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জাতিসংঘ মহাসচিবের 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি তিনি জানিয়েছেন, বাংলাদেশে সংস্কারের যেকোনো উদ্যোগকে সমর্থন করবে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই সমর্থন ব্যক্ত করেন। 

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। 

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘জাতিসংঘের “কান্ট্রি টিম” (বাংলাদেশে জাতিসংঘের দল) আপনাদের সমর্থন করতে উন্মুখ।’ এ সময় তিনি বলেন, সদ্য গৃহীত ‘ইউএন প্যাক্ট অব দ্য ফিউচার’ বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক এবং এর রেয়াতি তহবিল দেশের জন্য প্রযোজ্য। গুতেরেস বৈঠক বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন, ‘তারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ 

প্রধান উপদেষ্টা জুলাই-আগস্টের ছাত্রদের নেতৃত্ব সংঘটিত গণঅভ্যুত্থানের বিষয়টি জাতিসংঘ মহাসচিবের সামনে তুলে ধরেন। এই আন্দোলন শেখ হাসিনার নৃশংস স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল। তিনি বলেন, ‘তরুণেরা জীবন দিয়েছে বলেই আমি এখানে আসতে পেরেছি।’ 

বৈঠকে এই দুই নেতা জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের ১৭ কোটি মানুষের ওপর এর প্রভাব, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের নেতৃত্বে বাংলাদেশে অবস্থান করা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নিয়েও আলোচনা করেন। উল্লেখ্য, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার তদন্ত করছে।

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর