হোম > জাতীয়

পদ্মা সেতুকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে স্বীকৃতির দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদে পদ্মা সেতুকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য তানভীর ইমাম। তিনি বলেন, ‘পদ্মা সেতু জাতীয় গর্বের জায়গা। জাতি আজ গর্ব করছে, মাথা উঁচু করে দাঁড়ায় এই সেতুর কারণে।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে তানভীর ইমাম বলেন, ‘আমাদের দেশে সব প্রতীকেরই জাতীয় পরিচয় আছে। যেমন-জাতীয় পাখি দোয়েল, জাতীয় ফুল শাপলা, জাতীয় পতাকা আছে, জাতীয় কবি আছেন। সেই সঙ্গে আমার দাবিটি হচ্ছে পদ্মা সেতুকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।’

 তানভীর ইমাম বলেন, ‘নিজ অর্থায়নে শত বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতা পার করে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, প্রধানমন্ত্রী আমাদের যে জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন, সেটি হচ্ছে আমাদের গর্বের জায়গা।’

তানভীর ইমাম আরও বলেন, ‘আমাদের স্লোগান হওয়া উচিত জাতীয় গর্ব পদ্মা সেতু। শেখ হাসিনা আমাদের জাতির গর্ব।’

পদ্মা সেতু নিয়ে অনেক বাগ্বিতণ্ডা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক প্রতিবন্ধকতা ও বিতর্ক পেরিয়ে প্রাণের পদ্মাসেতু আগামী ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’ 

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর