হোম > জাতীয়

ভারতের অনধিকার চর্চা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: উপদেষ্টা নাহিদ

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে ভারতের দেওয়া বিবৃতিকে ‘অনধিকার চর্চা’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বুধবার (২৭ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে। আমরা তাদের যৌক্তিক দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে ভারতের এমন অনধিকার চর্চা সামগ্রিক পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই বিষয়ে তাঁদের আরও সচেতন হওয়ার আহ্বান জানাই।’

এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্ময় দাসের গ্রেপ্তার এবং তার জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়।

বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চিন্ময় দাসকে আটক করার পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর চরমপন্থী গোষ্ঠীগুলো হামলা চালিয়েছে। এছাড়া সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং মন্দিরে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ভারতের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। কিন্তু একজন ধর্মীয় নেতা যখন এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তখন তার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি নিজেদের অভ্যন্তরীণ ইস্যু হিসেবে সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র

সংসদ নির্বাচন হলফনামার তথ্য: অস্ত্রের মালিক ১৫৩ প্রার্থী

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ যেসব দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানাল ইসি

এজেন্ট নিয়োগ, জাল ভোট ও সন্ত্রাস দমনে কঠোর নির্দেশনা ইসির

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে বাংলাদেশের অব্যাহতির চেষ্টা করব: তৌহিদ হোসেন

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

এনআইডি সংশোধন কার্যক্রম চলতি মাসেই চালু হচ্ছে