সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন এর সই করা প্রজ্ঞাপনে জারি করা এই আদেশ বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের দায়িত্বরত সিনিয়র সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
মো. জাহাঙ্গীর আলম ১৭ অক্টোবর ১৯৬৬ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ হতে বি. এসসি কৃষি (অনার্স) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর হতে কৃষি বনায়ন ও পরিবেশ বিষয়ে এম. এস ডিগ্রি লাভ করেন। তিনি বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ০১ এপ্রিল ১৯৯৩ সরকারি চাকরিতে যোগদান করেন।