হোম > জাতীয়

আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে দুদকে অনিয়মের অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­

ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ছবি: সংগৃহীত

ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, সংবিধান লঙ্ঘন করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তাঁর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকারও অভিযোগ রয়েছে। সাবেক সংসদ সদস্য নাসিমের কানাডায় বাড়ি থাকাসহ তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

অভিযোগে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় প্রার্থী হিসেবে আলাউদ্দিন আহমেদ চৌধুরী তাঁর গুলশানের কয়েক কোটি টাকার মূল্যের একটি বিলাসবহুল বাড়ি থাকার তথ্য গোপন করেছেন। দুদকের অনুসন্ধানে তাঁর বাড়ির তথ্য গোপনের সত্যতা পেয়েছে।

নাসিমের দুর্নীতির বিষয়ে এক ব্যক্তি দুদকে অভিযোগ করলে সেটি আমলে নেয় কমিশন। তাঁর অভিযোগে থেকে জানা যায়, ২০০৯ থেকে শেখ হাসিনার প্রটোকল অফিসার পদবি ব্যবহার করে প্রশাসনে বদলি, পদায়ন থেকে শুরু করে টেন্ডারবাজি ও বিদ্যুৎ কোম্পানির লাইসেন্স করে দেওয়ার অনিয়ম করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সরকারের পটপরিবর্তনের পর অক্টোবর মাসে আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ১২ ডিসেম্বর নাসিম ও তাঁর পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব

সচিব হলেন ৩ কর্মকর্তা