হোম > জাতীয়

আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে দুদকে অনিয়মের অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­

ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ছবি: সংগৃহীত

ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, সংবিধান লঙ্ঘন করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তাঁর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকারও অভিযোগ রয়েছে। সাবেক সংসদ সদস্য নাসিমের কানাডায় বাড়ি থাকাসহ তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

অভিযোগে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় প্রার্থী হিসেবে আলাউদ্দিন আহমেদ চৌধুরী তাঁর গুলশানের কয়েক কোটি টাকার মূল্যের একটি বিলাসবহুল বাড়ি থাকার তথ্য গোপন করেছেন। দুদকের অনুসন্ধানে তাঁর বাড়ির তথ্য গোপনের সত্যতা পেয়েছে।

নাসিমের দুর্নীতির বিষয়ে এক ব্যক্তি দুদকে অভিযোগ করলে সেটি আমলে নেয় কমিশন। তাঁর অভিযোগে থেকে জানা যায়, ২০০৯ থেকে শেখ হাসিনার প্রটোকল অফিসার পদবি ব্যবহার করে প্রশাসনে বদলি, পদায়ন থেকে শুরু করে টেন্ডারবাজি ও বিদ্যুৎ কোম্পানির লাইসেন্স করে দেওয়ার অনিয়ম করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সরকারের পটপরিবর্তনের পর অক্টোবর মাসে আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ১২ ডিসেম্বর নাসিম ও তাঁর পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন