হোম > জাতীয়

কবি কাজী নজরুলের নাতি বাবুল কাজী মারা গেছেন

ঢামেক (ঢাকা) প্রতিনিধি

বাবুল কাজী। ছবি: সংগৃহীত

বাসায় দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) মারা গেছেন।

আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

তিনি জানান, দগ্ধ বাবুল কাজী বিকেলে মারা গেছেন। তাঁর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় গত রাতে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রথম থেকেই আইসিইউতে ছিলেন তিনি। তাঁর চিকিৎসায় ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

এর আগে গতকাল শনিবার (১৮ জানুয়ারী) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানী ২৩ নম্বর রোডের ১০৯ নম্বর রোডের এ–ব্লকের বাসায় বাথরুমে ধূমপান করতে গিয়ে দগ্ধ হন বাবুল কাজী।

বার্ন ইনস্টিটিউটে দগ্ধ বাবুল কাজীর বড় বোন খিলখিল কাজী বলেন, বাবুল কাজীর বাসা বনানীর ২৩ নম্বর রোডে। সেখানে স্ত্রী কাজী নাদীরা ফারজানা এবং দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন। বাবুল কাজীর তৈরি পোশাকের ব্যবসা রয়েছে।

তিনি আরও জানান, বাবুল কাজীর ধূমপানের অভ্যাস ছিল। ভোরে বাথরুমে গিয়ে গ্যাস লাইটার দিয়ে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণ হয়। ধারণা করা হচ্ছে বাথরুমে মিথেন গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী।

বাবুলের ২০১৫ সালে লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে।

পূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক