হোম > জাতীয়

সরকারি কর্মচারীদের ১০–১৫ শতাংশ বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

আজকের পত্রিকা ডেস্ক­

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নয়, বরং ‘বিশেষ সুবিধা’ ঘোষণা করেছে সরকার। আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই সুবিধা অনুযায়ী, বেতন গ্রেডভেদে গ্রেড-১ ও তদূর্ধ্ব থেকে গ্রেড-৯ পর্যন্ত ১০ শতাংশ এবং গ্রেড-১০ থেকে ২০ পর্যন্ত ১৫ শতাংশ হারে অতিরিক্ত অর্থ পাবেন কর্মকর্তা-কর্মচারীরা।

আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে আরও জানানো হয়েছে, কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ হবে ১ হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য তা ন্যূনতম ৫০০ টাকা হবে।

কারা পাবেন এই বিশেষ সুবিধা

জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সব সরকারি-বেসামরিক, স্বশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগীরা (পুনঃস্থাপনকৃত) এই বিশেষ সুবিধার আওতায় আসবেন।

গতকাল সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী সালেহউদ্দিন আহমেদ সরকারি কর্মচারীদের জন্য এই বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করেন। বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘২০১৫ সালের পর বেতনকাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করছি।’

মহার্ঘ ভাতা নাকি বিশেষ সুবিধা: দীর্ঘদিনের আলোচনার অবসান

গত বেশ কিছু দিন ধরেই সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। অর্থ উপদেষ্টা এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে এবং একটি কমিটিকে এ বিষয়ে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। সে সময় তিনি মহার্ঘ ভাতা হওয়ার সম্ভাবনা মোটামুটি উজ্জ্বল বলে ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ‘মহার্ঘ ভাতা’ নামে নয়, ‘বিশেষ সুবিধা’ নামেই এই অতিরিক্ত ভাতা দেওয়া হচ্ছে।

অবসরপ্রাপ্ত ও পিআরএলে থাকা কর্মচারীদের জন্য বিধান

প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত গ্রেডভিত্তিক হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন। যাঁরা পেনশন পুনঃস্থাপন করেছেন, তাঁরা সরকার থেকে প্রাপ্ত পেনশনের বিদ্যমান অংশের ওপর উল্লিখিত গ্রেডভিত্তিক হারে এই সুবিধা ভোগ করবেন।

তবে কিছু ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। যেসব অবসরপ্রাপ্ত কর্মচারী মোট পেনশনের ১০০ শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত হননি, তাঁরা এই বিশেষ সুবিধার আওতায় আসবেন না। এ ছাড়া বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরাও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।

ওমান, কাতার ও সৌদিগামীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

২০০৮ সালের নির্বাচনে হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান

প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা