হোম > জাতীয়

রিপাবলিক বাংলা ও এ-টিমের বিরুদ্ধে ব্যবস্থা নেব: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি

রিপাবলিক বাংলা, এ-টিমসহ কিছু গণমাধ্যম, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বাংলাদেশ সম্পর্কে ক্রমাগত ভুল তথ্য ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এসব চ্যানেল ও পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে ফয়েজ আহমদ বলেন, ‘বাংলাদেশের চার থেকে ছয়টি টিভি স্টেশন জিও ব্লক করেছে ইউটিউব ভারত। অধিকাংশ চ্যানেলই ইউটিউবের ভেরিফায়েড চ্যানেল। এই চ্যানেলগুলোর বিরুদ্ধে মিস ইনফরমেশন বা ডিজইনফরমেশন ছড়ানোর কোনো প্রমাণ নেই। চ্যানেলগুলো বন্ধ হওয়ায় ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যাঁরা এসব চ্যানেল নিয়মিত দেখেন, তাঁদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। যদি নিরাপত্তা ইস্যুতে চ্যানেলগুলো বন্ধ করা হয়ে থাকে তাহলে ইউটিউবের উচিত আদৌ ভারতের অভিযোগ সত্য কি না, তা যাচাই করা। আমরা পরবর্তী কর্মদিবস অর্থাৎ সোমবার বিটিআরসির মাধ্যমে ইউটিউবের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেব। যদি ব্যাখ্যা পাই, তাহলে সেটা বিবেচনা করব। আর যদি ব্যাখ্যা না পাই, তাহলে আমরা ধরে নেব, এটা ভারতের রাজনৈতিক পদক্ষেপ। সে ক্ষেত্রে আমরা ভারতের যে চ্যানেলগুলো রিপাবলিক বাংলা, এ-টিমসহ বিভিন্ন টিম বাংলাদেশে ক্রমাগত মিস ইনফরমেশন ডিজইনফরমেশন ছড়াচ্ছে, যার প্রমাণ আছে, এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, ‘আমাদের ওপরে চাপ ছিল আগেই ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমরা ভারতের সঙ্গে কোনো ধরনের ঝামেলা চাইনি বলে ব্যবস্থা নিই নাই। কিন্তু এখন যেহতু ভারত আমাদের একেবারে প্রতিষ্ঠিত চ্যানেল এবং সবচেয়ে জনপ্রিয় চ্যানেলগুলোর জিও লোকেশন বন্ধ করার উদ্যোগ নিয়েছে, সেজন্য পাল্টা পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছি আমরা।’

ভারতে যে ইউটিউব চ্যানেলগুলো সম্প্রচার হচ্ছে না, সেগুলো হলো যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন, মোহনা টিভি, সময় টিভি ও ডিবিসি নিউজ। বাংলাদেশের এ চ্যানেলগুলো ভারত থেকে ইউটিউবে দেখা যাচ্ছে না বলে জানিয়েছে তথ্যব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিস ল্যাব।

ভারতে এই চ্যানেলগুলোতে প্রবেশ করতে গেলে লেখা আসে, ‘এই কনটেন্টটি বর্তমানে এ দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা-সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী